Beta

মাহরীন ফেরদৌসের গল্পগ্রন্থ ‘কাচবন্দি সিম্ফনি’

০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৯

ফিচার ডেস্ক

এবারের অমর একুশে গ্রন্থমেলায়  এসেছে  মাহরীন ফেরদৌসের গল্পগ্রন্থ ‘কাচবন্দি সিম্ফনি’। ১০টি ভিন্ন ধারার গল্প এবং গল্পকারের সুরেলা শব্দমালা পাঠক মনে মোহময় সিম্ফনি এনে দিবে নিশ্চিত। এবারের গল্পগ্রন্থে তাহলে নতুন কী আছে? ‘কাচবন্দি সিম্ফনি’র কাচ একটি রূপকমাত্র, এই কাচ অর্থ লীলাখেলা, ছদ্মবেশ এবং একই সাথে কাচ, যা সহজেই দৃশ্যমান। গল্পের বৈচিত্র্যের সাথে সংঘবদ্ধ হয়েই মিলেছে সুর। প্রতিটি গল্প খুব সূক্ষ্ণভাবে বলা হয়েছে।

বইটি নিয়ে লেখক মাহরীন ফেরদৌস বলেন, দেশ থেকে দূরে আমার লেখায় ঘুরে ফিরে আমার দেশ, আমার জাদুকরী রহস্যভরা শহরের কথা আর চরিত্রগুলোই ভেসে আসে। তবে হ্যাঁ, আমার গল্পগুলোকে খুব ভারিক্কি, গভীর, দুর্দান্তভাবে নেওয়ার কিছু নেই। বরং যে সহজ অথচ প্রাণময় সিম্ফনির সুর আমি তুলতে চেয়েছি সেটুকু পাঠক হিসেবে যদি কেউ অনুভব করতে পারে। বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। মাহরীন ফেরদৌসের গল্পগ্রন্থ ‘কাচবন্দি সিম্ফনি’ একটি গল্প সংকলন।

Advertisement