Beta

বিনয় দত্তের ‘এই শহর সুবোধদের’

০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৫

ফিচার ডেস্ক

‘এই শহর সুবোধদের’ শিরোনামে বিনয় দত্তের সমকালীন কথনমালা নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। সমকালীন বিভিন্ন বিষয়কে নিরীক্ষার দৃষ্টিতে দেখার চেষ্টাই করা হয়েছে গ্রন্থটিতে। বিগত এক-দেড় বছরে বিভিন্ন বিষয় আলোচিত ছিল, সেই আলোচিত বিষয় নিয়ে লেখক বিভিন্ন জাতীয় পত্রিকায় লিখেছেন। সেই লেখাগুলো একসাথে সংকলন করা হয়েছে এই গ্রন্থে। গল্পের ঢঙে প্রতিটি লেখা উপস্থাপন করা হয়েছে। যাতে একজন সাধারণ পাঠকও নিজেদের কল্পনায় সেই দৃশ্যপট খুঁজে পেতে পারেন।

খ্যাতিমান প্রবন্ধকার, অনুবাদক ও অধ্যাপক ড. হায়াৎ মামুদ বলেন, ‘এই শহর সুবোধদের’ এটি প্রবন্ধগ্রন্থ নয়, আবার গল্পসংগ্রহও নয়, তাহলে কী? পাণ্ডুলিপি পড়ে আমি এটাকে সমকালীন ঘটনা ও বিষয়াদি নিয়ে রচিত কথামালা বলতে পারি। উপন্যাসের মতো কাব্যিক নামের মধ্যেই এর প্রমাণ নিহিত। লেখক সামসময়িক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গ্রন্থটিকে সজ্জিত করেছেন। বিষয় নির্বাচনেও তাঁর মুনশিয়ানা বেশ বিচক্ষণ মনে হয়েছে। গ্রন্থটি পড়লে মনে হবে না- আপনি পড়ছেন, মনে হবে আপনার সামনে ঘটে যাওয়া কোনো ঘটনাকে বর্তমানের চোখে অবলোকন করে ভবিষ্যতের ভিত নির্মাণের প্রস্তুতিতে দক্ষ হয়ে উঠছেন। এমন একটি ব্যতিক্রমী গ্রন্থ আপনার সংগ্রহে থাকা মানে চিন্তাচেতনার আধুনিকতায় শামিল হওয়া।’

লেখক বিনয় দত্ত মনে করেন, ‘আমাদের সবারই মধ্যে একজন সুন্দর বোধের মানুষ বা সুবোধ লুকিয়ে আছে। সেই সুবোধ সবসময় জেগে থাকে না। সেই সুবোধকে জাগিয়ে তুললে সমাজের বিভিন্ন অসঙ্গতি কমে যেত। সুবোধকে জাগিয়ে তোলার জন্যই এই প্রয়াস। সুবোধ কোনো নাম নয়, কোনো চরিত্রও নয়। সুবোধ একটা প্রতীক। সুবোধ একটা ধারণা, সুবোধ একটা সুন্দর চিন্তার বহিঃপ্রকাশ। সুবোধের কোনো ধর্ম নেই। সুবোধ এই শহরে, এই দেশে থাকতে চায়। কারণ এই শহরটা সুবোধদের।’

‘এই শহর সুবোধদের’ গ্রন্থটি প্রকাশ করেছে পুথিনিলয়। সোহরাওয়ার্দী উদ্যানে মেলা প্রাঙ্গণের ৩০১-৩০৩ নম্বর স্টলে গ্রন্থটি পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম।

Advertisement