শেরিফ আল সায়ারের ‘খাঁচাবন্দি মানুষেরা’

Looks like you've blocked notifications!

এ বছর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে শেরিফ আল সায়ারের গল্পগ্রন্থ ‘খাঁচাবন্দি মানুষেরা’। বইটি প্রকাশ করেছে আদর্শ। এই গল্পগ্রন্থটি শেরিফের তৃতীয় গল্পগ্রন্থ এবং বই হিসেবে চতুর্থ।

খাঁচাবন্দি মানুষেরা গল্পগ্রন্থে মোট আটটি গল্প রয়েছে। যার মধ্যে– কেউ কথা বলে না, তরুণ উদ্যোক্তা মোসাদ্দেকের স্বপ্নবাক্স, পরকীয়া, নিকোলাসকে কারা হত্যা করল?, আঁখির নোটবুক উল্লেখযোগ্য।

শেরিফ আল সায়ার নিজের এই গল্পগ্রন্থটি সম্পর্কে জানিয়েছেন, প্রতিটি মানুষই কোনো না কোনো খাঁচায় বন্দি। সেটা হতে পারে সম্পর্কের কিংবা যেকোনো মানসিক কিংবা রাষ্ট্রীয় সংকটের খাঁচায়। এসব সংকট নিয়েই আটটি গল্প স্থান পেয়েছে গ্রন্থে।

‘খাঁচাবন্দি মানুষেরা’ গ্রন্থটি সোহরাওয়ার্দী উদ্যানে আদর্শ প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। স্টল নম্বর ৫৪৫-৫৪৭। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

২০১২ সালে ‘কয়েকটি অপেক্ষার গল্প’ শেরিফের প্রথম গল্পগ্রন্থ। এরপর ২০১৫ সালে গবেষণামূলক গ্রন্থ ‘শাহবাগের জনতা’ এবং ২০১৬ সালে গল্পগ্রন্থ ‘এই ঘরে কোনো খুনি নেই’ প্রকাশিত হয়। সব গ্রন্থই আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।