Beta

লাইফ সাপোর্টে কবি বেলাল চৌধুরী

২০ এপ্রিল ২০১৮, ১৭:৫৩ | আপডেট: ২১ এপ্রিল ২০১৮, ১০:০৯

ফিচার ডেস্ক

ষাটের দশকের স্বনামধন্য কবি বেলাল চৌধুরী গুরুতর অসুস্থ। আজ শুক্রবার দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গত বছর আগস্টে কিডনিজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসায় তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। এ ছাড়া দেখা দিয়েছে তাঁর বার্ধক্যজনিত নানা রোগ। আজ সকালে তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী।

আবদুল্লাহ প্রতীক চৌধুরী বলেন, ‘বাবার শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসকরা সব আশা ছেড়ে দিয়েছেন। বাবাকে বাসায় নিয়ে যেতে বলেছেন। আমার বোন আমেরিকা থেকে রওনা দিয়েছে। আগামীকাল শনিবার রাত ৮ টায় দেশে পৌঁছানোর কথা রয়েছে আমার বোনের। বোন আসার পর আমরা সবাই মিলে লাইফ সাপোর্টে রাখার অথবা বাসায় নেওয়ার সিদ্ধান্ত নেব। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

বেলাল চৌধুরী একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক ও অনুবাদক। দীর্ঘদিন বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত-বিচিত্রা’র সম্পাদক ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি একুশে পদক পান।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement