Beta

দেবদূতের ছবি তুলল শিশু!

১৯ মে ২০১৭, ২২:৩২ | আপডেট: ১৯ মে ২০১৭, ২২:৫৪

অনলাইন ডেস্ক

স্মরণীয় করে রাখার মতো ছবি তোলা সব আলোকচিত্রীর স্বপ্ন। তবে ব্যতিক্রমী ছবি তোলা সহজ বিষয় নয়। বাঘা বাঘা আলোকচিত্রীকে বেগ পেতে হয় আকর্ষণীয় ছবি তুলতে গিয়ে। সম্প্রতি ডাউন সিনড্রোমে আক্রান্ত সাত বছর বয়সী আশার নামে এক শিশুর তোলা ছবি চমকে দিয়েছে তার আলোকচিত্রী মাকেই। শিশু সে ছবিটি দেখতে দেবদূতের (অ্যাঞ্জেলস) মতো।

ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুরা কিন্তু অন্য শিশুদের মতো স্বাভাবিক নয়। সাধারণত এদের মাথা আকারে ছোট, ঘাড় খর্বাকৃতি, মুখ চ্যাপ্টা হয়, চোখের পাতা একটু ওপরের দিকে টানা থাকে, কান স্বাভাবিক অবস্থানের একটু ওপরের দিকে থাকে ও চ্যাপ্টা আকৃতির হয় এবং মানসিক বিকাশ যথাযথ হয় না।

ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুটির মা কেরি লাইলস। তিনি নিজেও একজন আলোকচিত্রী। তাঁর সাত সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তানের নাম আশার। সে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই জন্মেছে।

টেক্সাসের গণমাধ্যম ক্রোন ডটকমের বরাদ দিয়ে কেরি বলেন, “আশার আমাদের বিশেষ সন্তান। আমাদের সন্তানের নামের সামনে একটি অতিরিক্ত ‘এ’ অক্ষর যুক্ত করার কারণ তাকে বিশেষভাবে তুলে ধরা।” তিনি বলেন, ‘পরীক্ষার খাতায় এ মানে ভালো কিন্তু এ+ মানে অনেক বেশি ভালো।’

কেরি লাইলস ফটোগ্রাফি নামে তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে গত ১৬ মে (মঙ্গলবার) একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘গত রোববার (১৪ মে) তাঁর পরিবার ওয়াশিংটন থেকে হিউস্টন ফিরছিল। সে সময় আশার তাঁর মুঠোফোন নেয় আকাশের ছবি তোলার জন্য। ’

কেরি বলেন, ‘আশার জানালা দিয়ে কিছু ছবি তুলতে চেয়েছিল। কিছুক্ষণ পরে আমার একটি ছবি তোলার জন্য তাকে বলি। কয়েকটি ছবি তোলার পর আমি মুঠোফোন ফিরিয়ে নিই এবং পরে জায়গা কম দেখানোর কারণে কিছু ছবি বাদ দিতে চাই।’ তিনি আরো বলেন, ‘ছবি বাদ দেওয়ার সময় হঠাৎ সুন্দর ও অবিশ্বাস্য এক ছবি দেখতে পাই। ছবিতে হাস্যরত কিংবা জড়িয়ে ধরার মতো ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অদ্ভুদ কিছু দেখা যায়।’

কেরি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, আমার সন্তান জানালার বাইরে থাকা তাঁর দেবদূতের ছবি তুলেছে। যে তাঁর সঙ্গে আনন্দময় সময় কাটাতে এসেছিল।’

Advertisement