Beta

৪০ ফুট ঢেউয়ের ভেতর থেকে বেরিয়ে এলেন নারী!

১৯ মে ২০১৭, ২০:৩৪

এনডিটিভি
দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে দড়ির ওপর থাকা অবস্থায় ঢেউয়ের কবলে পড়া পেশাদার স্লেকলাইনার কোহালি জিহু। ছবি : ইউটিউব

ফ্রান্সের বাসিন্দা কোহালি জিহু (২৬) একজন পেশাদার স্লেকলাইনার (যাঁরা দড়ির ওপর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে যান)। সম্প্রতি স্লেকলাইনিংয়ের জন্য তিনি গিয়েছিলেন ফ্রান্সের ভারত মহাসাগরীয় দ্বীপ ঘেউনিয়োতে। সেখানে পাথুরে সমুদ্রসৈকতে ৩১ মিটার দূরত্বে থাকা দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা দড়ি দিয়ে পার হচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় ৪০ ফুট উঁচু এক দৈত্যাকার ঢেউ তাঁকে প্রায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেটি সামলে নেন তিনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, একজন নারী উত্তাল সমুদ্রের মধ্যে দড়িতে বিপজ্জনকভাবে দুলছেন। ঠিক সে সময় একটা ঢেউ এসে তাঁকে সম্পূর্ণরূপে গ্রাস করে। ঢেউয়ের আঘাতে দুই পাহাড়ের এক প্রান্তে থাকা ভিডিও ধারণকারীর হাত থেকেও ক্যামেরাটি পড়ে যায়।

পরে দেখা যায়, ওই নারী কোনো রকমের ক্ষতি ছাড়াই ঢেউ থেকে বেরিয়ে আসছেন। দড়ির ওপর তিনি ভালোভাবেই সামলে নেন নিজেকে।

ঘটনার বিষয়ে ওই নারী বলেন, বিশালাকৃতির ঢেউ আছড়ে পড়ার সময় দাঁড়িয়ে থাকলে অনেক বাজে কিছু হতে পারত।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement