Beta

সোনুর পক্ষ নিলেন রণদীপ

২১ এপ্রিল ২০১৭, ১১:৪৫

জিনিউজ
আজান বিতর্কে সোনু নিগামের পক্ষে দাঁড়িয়েছেন রণদীপ হুদা। পুরোনো ছবি

আজানের ধ্বনি নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনায় পড়া ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগামের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সোনুর পক্ষে কথা বলেছেন রণদীপ।

টুইটে বলিউডের এই অভিনেতা বলেন, সোনু নিগাম আসলে লাউডস্পিকারের বিরুদ্ধে বলেছেন, তিনি ধর্মের বিপক্ষে বলেননি।

গত সোমবার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় সোনু নিগাম বলেন, ‘ঈশ্বর সবার মঙ্গল করুক। আমি মুসলিম নই এবং আমাকে আজান শুনে সকালে উঠতে হবে। ভারতে চাপিয়ে দেওয়া এই ধার্মিকতা কবে শেষ হবে?’

সোনুর টুইটের একদিন পর এক টুইটে বলিউডের আলোচিত নির্মাতা মহেশ ভাটের মেয়ে পূজা বলেন, ‘বান্দ্রার সুনসান গলিতে গির্জার ঘণ্টা ও আজান শুনে আমি প্রতি সকালে জেগে উঠি। আমি আগরবাতি জ্বালাই এবং ভারতের চেতনাকে স্যালুট করি।’

পূজা ছাড়াও অনেকে সোনুর বিপক্ষে কথা বলেন। পাঁচ দিন ধরে চলা এই বিতর্কের মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাতে সোনুর পক্ষ নিয়ে টুইট করেন রণদীপ।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement