Beta

মেয়েসন্তানের মা হলেন সেরেনা

০২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪২ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১১

ক্রীড়া প্রতিবেদক
সেরেনা ও অ্যালেক্সিস ওহানিয়ান দম্পতির কোল জুড়ে এসেছে নতুন অতিথি। ছবি : সংগৃহীত

বিশ্ব টেনিসের মুকুটহীন সম্রাজ্ঞী সেরেনা উইলিয়ামস মা হতে যাচ্ছেন, তা আগেই শোনা গিয়েছিল। এই শরতে তাঁর সন্তান পৃথিবীর আলো দেখার কথা তিনি নিজেই নিশ্চিত করেছেন। শেষ পর্যন্ত তাই হয়েছে, গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় মেয়েসন্তানের জন্ম দিলেন কিংবদন্তি এই টেনিস তারকা।

সেরেনার মা হওয়ার কথাটি নিশ্চিত করেছেন তাঁর কোচ প্যাট্রিক মৌরাতগ্ল। সেরেনার বোন ভেনাস উইলিয়াম এ ব্যাপারে বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সত্যিই আমি খুবই খুশি।’

সেরেনাকে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ খেলোয়াড়রাও। রাফায়েল নাদাল টুইটে লেখেন, ‘সেরেনা তোমাকে অনেক শুভেচ্ছা। সত্যি এটা খুশির খবর।’

এ বছর জানুয়ারিতে শেষবার কোর্টে নেমেছিলেন সেরেনা। অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছিলেন এই টেনিস তারকা। শুধু তাই নয়, সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জিতে ভেঙেছিলেন স্টেফি গ্রাফের রেকর্ড।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement