Beta

আরেক ব্রাজিলীয়কে দলে ভেড়াল বার্সা

১২ আগস্ট ২০১৭, ২২:৪১

স্পোর্টস ডেস্ক

নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যাওয়ায় কাতালান ক্লাবটিতে শূন্যতা তৈরি হয়েছিল। ব্রাজিলের আরেক তারকা কৌতিনহোকে দিয়ে সেই শূন্যস্থান পূরণ করতে চেয়েছিল ক্লাবটি। তবে কৌতিনহোকে কিছুতেই ছাড়তে রাজি নয় তাঁর দল লিভারপুল। তবে এরই মধ্যে বার্সা আরেক ব্রাজিলিয়ানকে দলে ভেড়াল। মিডফিল্ডার পাউলিনহোকে দলে টেনেছে মেসির দল।  

ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহাম হটস্পারে হতাশাজনক সময় কাটানোর পর ২০১৫ সালে চায়নিজ সুপার লিগের দল গুয়াংজু এভারগ্রান্দেতে যোগ দেন পাউলিনহো। ১৪ মিলিয়ন ডলারে তাঁকে কিনে নেয় চীনের ক্লাবটি। সম্পতি সময়ে গুয়াংজুর হয়ে দারুণ খেলছেন তিনি। ব্রাজিল জাতীয় দলেও নিয়মিত সদস্য এই মিডফিল্ডার। নেইমার বার্সায় থাকার সময়ই পাউলিনহোকে স্পেনে দেখতে চেয়েছিলেন। ভাগ্যের কি খেল! সেই নেইমারের বিকল্প হিসেবেই বার্সায় যোগ দিচ্ছেন এই তারকা। গত মৌসুমে গুয়াংজুর হয়ে ৬৩ ম্যাচে ১৭ গোল করে সবার নজর কাড়েন তিনি। ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব কোরিন্থিয়ান্স থেকে টটেনহামে যান পাউলিনহো।

এর আগে বার্সার প্রস্তাব প্রত্যাখান করেছিল গুয়াংজু। তবে এবার ব্যাটে-বলে মিলে গেল। ৪০ মিলিয়ন ইউরো দিয়ে পাউলিনহোকে কিনে নিল বার্সা। এখন কেবল আনুষ্ঠানিকতার বাকি। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই তল্পিতল্পা নিয়ে বার্সায় চলে আসবেন ব্রাজিল তারকা। জাতীয় দলের হয়ে ৪১ ম্যাচে ৯ গোল করেছেন তিনি।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement