Beta

দ্রুতই সেরে উঠছে সাকিবের চোট

১৭ জুলাই ২০১৭, ১৭:৫২

ক্রীড়া প্রতিবেদক

গত শুক্রবার বাঁ-পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া সিরিজের আগে অনাহূত এই চোটে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন সবাই। আশার কথা, এই বাঁহাতি অলরাউন্ডারের চোট খুব একটা গুরুতর নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনিরুল আমিন জানিয়েছেন, দ্রুতই সেরে উঠছে সাকিবের চোট।  

আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মনিরুল আমিন বলেন, ‘সাকিবের চোট খুব একটা গুরুতর নয়। দ্রুতই সেরে উঠছেন তিনি। আশা করছি দু-একদিনের মধ্যে অনেকটাই সেরে উঠবে সে। তবে পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে ১০ দিন।’

এদিকে চ্যাম্পিয়নস ট্রফি শেষে দেশে ফেরার আগে হোটেলের দরজায় ধাক্কা লেগে মুখে চোট পেয়েছিলেন পেসার রুবেল। এর জন্য অস্ত্রোপচারও করাতে হয়েছে তাঁকে। রুবেলের বর্তমান অবস্থা সম্পর্কে বিসিবির এই চিকিৎসক জানালেন, ‘শীঘ্রই অনুশীলনে ফিরবেন রুবেল। আশা করছি আগামী ৫ আগস্ট থেকে পুরোদমে  মাঠে নামতে পারবেন তিনি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। দুটি টেস্ট খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা স্টিভেন স্মিথদের। ২২ থেকে ২৪ আগস্ট ফতুল্লায় বিসিবি একাদশের সঙ্গে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা দলটির। এরপর ২৭-৩১‌ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।

Advertisement
Advertisement
0.95232510566711