Beta

সিওপিডি হলে বোঝার উপায় কী

১২ আগস্ট ২০১৭, ১৯:০৭

ফিচার ডেস্ক

শ্বাসনালির দীর্ঘমেয়াদে প্রদাহজনিত সমস্যা হলো সিওপিডি। ধূমপান এর অন্যতম কারণ হলেও কলকারখানার ধোঁয়া, পরিবেশদূষণ, লাকড়ির চুলায় রান্না ইত্যাদি সিওপিডির আরো কিছু কারণ।

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮২০তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন। বর্তমানে তিনি বারডেম জেনারেল হাসপাতালে বক্ষব্যাধি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : সিওপিডি লক্ষণ কী।

উত্তর : কাশি, কাশির সঙ্গে কফ পড়া। প্রতি সিজনেই এটি আস্তে আস্তে তীব্রতা বাড়ায়, এরপর যখন কাশির সঙ্গে বাড়তে থাকে, তখন শ্বাস নিতে কষ্ট হয়। এটি ছাড়া যখন আরো শ্বাসকষ্ট বাড়তে থাকে তখন তার ওজন কমে যায়। হাড় ক্ষয় হয়ে যায়। প্রতিবছরই আস্তে আস্তে বাড়তে থাকে। ফুসফুসের রোগ প্রতিরোধক্ষমতা অনেক কমে যায়। এতে প্রতিবছর তার সংক্রমণ, নিউমোনিয়া, সব ধরনের নিউমোনিয়া বেশি হয়। যখনই বেশি হয়, ফুসফুস আরো ক্ষতিগ্রস্ত হয়। এটি একটি চক্রের মতো চলতেই থাকে। এটির সবচেয়ে ভালো বিষয় হলো ধূমপান না করা।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement