Beta

‘নবাব’ শাকিব কলকাতায়

৩০ নভেম্বর ২০১৬, ১৬:২৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৬, ১৭:২৫

যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নবাব’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। বর্তমানে তিনি ছবির শুটিংয়ে কলকাতায় অবস্থান করছেন। সেখানে ছবির শুটিং শেষ করে ডিসেম্বরের মাঝামাঝি দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

এ বিষয়ে শাকিব খান এনটিভি অনলাইনকে বলেন, ‘গত রোববার রাতে মালয়েশিয়া থেকে কলকাতায় এসেছি। সোমবার বিশ্রাম নিয়ে গতকাল থেকে শুটিং শুরু করেছি। এখানে টানা শুটিং করব আগামী মাসের ১৬ তারিখ পর্যন্ত। ১৭ তারিখের দিকে কয়েকদিনের বিরতিতে ঢাকায় ফিরব। ২০ তারিখ থেকে আবার শুরু হবে ছবির শেষ লটের শুটিং।’

এরই মধ্যে মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘শিকারী’। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষ সারা পৃথিবীতেই ছড়িয়ে রয়েছে। মালয়েশিয়ার মতো দেশগুলোতে একটু বেশি। এখানে দর্শকদের আগ্রহ দেখে আত্মবিশ্বাস বেড়েছে। আমি মনে করি ভালো ছবি নির্মাণ করলে পৃথিবীর সব দেশেই আমাদের ছবি চালানো যাবে।’     

এর আগে গত ১৫ তারিখ থেকে কক্সবাজার এই ছবির শুটিং শুরু হয়। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজের যৌথ প্রযোজনায় শুরু হয়েছে ‘নবাব’ ছবির শুটিং। ছবিটি পরিচালনা করছেন আবদুল আজিজ ও কলকাতার জয়দেব মুখার্জি। ছবির চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। ছবিতে আরো দেখা যাবে মেঘলা, অমিত হাসান, শিবাশানু, রেবেকা ও কলকাতার রজতাভ দত্তকে।

Advertisement