Beta

আসছে আগুনের ‘লাভ ইউ সালমান শাহ’

১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২০

ফিচার ডেস্ক
জনপ্রিয় সংগীতশিল্পী আগুন। ছবি : সাইফুল সুমন

প্রয়াত নায়ক সালমান শাহ ও সংগীতশিল্পী আগুনের বন্ধুত্বের কথা অনেকের জানা। প্রিয় বন্ধুকে স্মরণ করে আগুন একটি গান গেয়েছেন। গানের শিরোনাম ‘লাভ ইউ সালমান শাহ’।

গানটি আগামী ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মবার্ষিকীতে প্রকাশ করা হবে বলে জানান আগুন। গানটির কথায় চমক রয়েছে। সালমান অভিনীত সব ছবির নাম নিয়ে গানটি লেখা হয়েছে। গানের প্রথম লাইনগুলো হলো ‘অন্তরে অন্তরে তোমাকে চাই, জীবন সংসারে তোমাকে চাই, প্রেম পিয়াসী আমি স্বপ্নের নায়ক, স্বপ্নের ঠিকানা তুমি যে তাই।’

গানটি যৌথভাবে লিখেছেন গীতিকার নীহার আহমেদ ও নবাব আমিন। এর সুর করেছেন আলোচিত সুরকার মুরাদ নূর। গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

গানটি সম্পর্কে আগুন বলেন, ‘সালমান শাহকে নিয়ে মুরাদ নূরের গানের পরিকল্পনা শুনে ভালো লেগেছিল। এরপর গানটিতে কণ্ঠ দিই। গানটি নিজস্ব দায়বদ্ধতা থেকে করেছি। গানের কথাগুলো চমৎকার। সুরও ভালো। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’

অন্যদিকে, এনটিভি অনলাইনকে গীতিকার নবাব আমিন বলেন, ‘সালমান শাহ্ একটা আবেগের নাম। চলচ্চিত্র বোঝার সময় থেকেই তাঁর প্রতি ভালোবাসা তৈরি হয়। তাঁর স্টাইল ভালো লাগত অনেক। সালমানকে কখনো সরাসরি দেখিনি। পর্দায় দেখেই তাঁকে ভালোবেসেছি। বেঁচে না থেকেও এখনো মানুষের অন্তরে অন্তরে সমানভাবে সালমান শাহর থাকা, সত্যিই অবাক লাগে। এসব ভেবে গত বছর হঠাৎ করে মনে হলো তাঁর অভিনীত সবগুলো চলচ্চিত্রের নাম ব্যবহার করে একটা গান লিখব। যেই ভাবা সেই কাজ। এরপর সুর হলো। সংগীতায়োজন হলো। গাওয়াও হয়ে গেল। আমার ভালো লাগছে, এত বছর পর হলেও সালমানকে নিয়ে একটা গান অন্তত হলো এই ভেবে। আমি এ গানের সঙ্গে সম্পৃক্ত বলে বলছি না। প্রত্যেক সালমান শাহপ্রেমী তাঁদের প্রিয় নায়ককে খুঁজে পাবেন এ গানে। বাকিটা ১৯ সেপ্টেম্বর তাঁর জন্মবার্ষিকীর দিন জানা যাবে।’

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। একই ছবিতে প্রথমবারের মতো প্লে-ব্যাক করেন আগুন।

Advertisement