Beta

‘বুলগেরিয়া টু মুম্বাই’

১০ আগস্ট ২০১৮, ২০:০২

অনলাইন ডেস্ক

বুলগেরিয়া থেকে ফিরেছেন বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট। মুম্বাই এয়ারপোর্টে পাপারাজ্জিদের ভিড়। ছবিও তুললেন অনেকে। পাপারাজ্জিদের এত আগ্রহের কারণ নিশ্চয়ই সবার জানা। বুলগেরিয়ায় যে আলিয়ার বয়ফ্রেন্ড রণবীর কাপুরও ছিলেন!

‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং হয়েছিল বুলগেরিয়ায়। ওই ছবিতে আলিয়ার বয়ফ্রেন্ড রণবীর কাপুর প্রধান চরিত্রে অভিনয় করছেন। সেখানেই এ জুটি একত্রিত হয়েছিলেন। এই মধুর মিলনে ভক্তদের উচ্ছ্বাসেরও কমতি নেই!

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া ও রণবীরের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। ছবিগুলোতে আলিয়াকে দেখা গেছে কালো ডেনিম ট্র্যাকশুট পরা আর চুল খোলা। সঙ্গে ছিল লাল ব্যাগ। পেছন ফিরতেই পাপারাজ্জিদের ক্লিক!

আলিয়া ভারতে গেছেন অল্প সময়ের জন্য। রণবীর কাপুর ও অমিতাভ বচ্চন আগেই ফিরেছেন। মেয়ে শ্বেতার শ্বশুর রাজন নন্দের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি করে ভারতে চলে যান অমিতাভ বচ্চন। 

সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবি নিয়ে রণবীর কাপুর মিড ডে-কে বলেন, ‘এটি সুপারহিরো ছবি নয়। তবে অতিপ্রাকৃতিক ছবি। এত আগে এ ছবি নিয়ে বলার সময় আসেনি। তবে আমি খুবই উত্তেজিত ছবিটা নিয়ে।’

রণবীর আরো বলেন, ‘আমার প্রিয় বন্ধু ও পরিচালক আয়ান ছয় বছর ধরে এ ছবি নিয়ে কাজ করছেন। আগামী দশবছর তিনি এই ট্রিলজি নিয়ে ব্যস্ত থাকবেন। যখন এর প্রথম অংশ সম্পন্ন হবে, দর্শক জানতে পারবেন এটা শেষ হচ্ছে না। অভিনেতা হিসেবে এটা আমার জন্য আনন্দের।’

এর আগে এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে জানান রণবীর। খানিক অস্পষ্টতা রেখেই তিনি বলেন, ‘বিষয়টি এখনো নতুন। আমি এত জলদি তা নিয়ে কথা বলতে চাই না। সম্পর্কটা পরিপক্ব হতে আরেকটু সময় দেওয়া প্রয়োজন। আমার কাছে একজন শিল্পী ও মানুষ হিসেবে আলিয়া অসাধারণ। আমি যখন তাঁর কাজ দেখি, তাঁর অভিনয় দেখি, এমনকি ব্যক্তিজীবনেও সে যা যা করে, তাতে মুগ্ধ হই। সম্পর্কটা আমাদের দুজনের জন্যই নতুন। আরো কিছু সময় যাক, তারপর এ নিয়ে মন্তব্য করব।’

যা হোক, আলিয়া এখনও প্রকাশ্যে এ সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রণবীরকে খুবই পছন্দ তাঁর।

Advertisement