Beta

দাম্পত্য জীবনের গল্প নিয়ে ‘অভিমান খুনসুটি’

১৬ এপ্রিল ২০১৮, ১৭:২৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৮, ১৭:৪০

আবদুন নূর সজল ও সাদিয়া জাহান প্রভা একসঙ্গে জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘অভিমান খুনসুটি’। নাইস নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। নাটকটিতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাভেল ইসলাম ও শিশুশিল্পী সারগাম। 

একজন দম্পতির সংসারের গল্প নিয়ে নাটকটি নির্মিত হয় বলে জানান পরিচালক তপু খান। নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে প্রভা বলেন, “এই  গল্পের অন্যতম চরিত্র একটা বিড়াল। তার চরিত্রের নাম নিমো। আমি নিমো ছাড়া কিছুই বুঝতে চাই না। বিয়ের পর নিমোকে নিয়ে আমার  হাজবেন্ডের সঙ্গে খুনসুটি লেগেই  থাকে। যে মেয়েরা পোষা প্রাণী পছন্দ করে তাঁদের জন্যই ‘অভিমান খুনসুটি’ নাটক।”
অন্যদিকে, অভিনেতা  আবদুন নূর সজল বলেন,‘নাটকটিতে কাজ করে অনেক ভালো লেগেছে। গল্প ও নির্মাণশৈলী চমৎকার ছিল।’

‘অভিমান খুনসুটি’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারতি হবে বলে জানান পরিচালক তপু খান। 

Advertisement