Beta

ইরফান-সাবিলার ‘অনুর প্রজাপতির রং সাদা’

১২ জানুয়ারি ২০১৮, ১৬:১৬

ফিচার ডেস্ক
‘অনুর প্রজাপতির রং সাদা’ নাটকের একটি দৃশ্যে ইরফান ও সাবিলা। ছবি : সংগৃহীত

অভিনেত্রী সাবিলা নূরকে দর্শক দীর্ঘদিন টিভি পর্দায় দেখেননি। নিজের ব্যক্তিগত কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। নতুন বছরে আবারও সাবিলা মনোযোগী হয়েছেন অভিনয়ে। পড়াশোনার পাশাপাশি অভিনয় করছেন নিয়মিত।

সম্প্রতি নতুন একটি নাটকের শুটিং শেষ করছেন সাবিলা। নাম ‘অনুর প্রজাপতির রং সাদা’। নাটকটিতে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করছেন সাবিলা। মহিউদ্দীন আহ্মেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন।

নাট্যকার মহিউদ্দীন আহ্মেদ বলেন, ‘নাটকের কাহিনীতে ভিন্ন রকম এক প্রেম এবং সেই প্রেমের অদ্ভুত এক প্রকাশ ফুটে উঠেছে। প্রেম এখানে চিরকাল বহমান একটা নদীর মতো সত্য। আর চরিত্রের অবস্থান ও পারিপার্শ্বিকতা বারবার পরিবর্তিত হয়েছে।’ 

পরিচালক পারভেজ আমিন বলেন, “‘অনুর প্রজাপতির রং সাদা’ নাটকটি চিন্তাশীল মানুষের খোরাক জোগাবে বলে প্রত্যাশা রাখি।”

নাটকটি দর্শকদের ভালো লাগবে বলেও জানান ইরফান ও সাবিলা। নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন রোকেয়া রফিক, বেবি প্রমুখ। নাটকটি শিগগির একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক পারভেজ আমিন। 

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement