Beta

​বাপ্পী-মাহির শুটিং ইউনিটের গাড়ি খাদে

১৩ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৪

বান্দরবানে শুটিং স্পট থেকে হোটেলে ফেরার পথে শুটিং ইউনিটের একটি গাড়ি খাদে পড়ে যায়। এ সময় দুজন প্রোডাকশন বয় ও দুজন লাইটম্যান আহত হন। গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। বাপ্পী ও মাহিয়া মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির গানের শুটিং শেষ করে গাড়িটি হোটেলে ফিরছিল। শুটিংয়ে অংশ নিয়েছিলেন বাপ্পী ও মাহি। তবে ফেরার পথে দুর্ঘটনার শিকার গাড়িটিতে তাঁরা ছিলেন না। তাঁরা ছিলেন পেছনের একটি গাড়িতে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাঁরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ছবির পরিচালক শাহনেওয়াজ শানু। 

শানু এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল আমরা শুটিং শেষ করে হোটেলে ফিরছিলাম। হঠাৎ করেই আমাদের একটি গাড়ি খাদে পড়ে যায়। আল্লাহ সহায়, আমাদের বড় ধরনের কোনো সমস্যা হয়নি। মোট চারজন আহত হয়েছে। এর মধ্যে দুজন প্রোডাকশন বয় আর দুজন লাইটম্যান। স্থানীয় হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে।’

বাপ্পী ও মাহি কেমন আছেন জানতে চাইলে শানু বলেন, ‘আমাদের শুটিংয়ে দুটি গাড়ি ছিল। একটিতে শুটিং ইউনিট, আরেকটিতে শিল্পীরা ছিলেন। যেহেতু বাপ্পী, মাহি আলাদা গাড়িতে ছিলেন তাই তাঁদের কিছু হয়নি। সবাই দোয়া করবেন আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে যায়।’ 

শুটিংয়ে খবর জানিয়ে শানু বলেন ‘আমরা এখানে দুটি গানের শুটিং করার জন্য এসেছি। এই গানের শুটিং দিয়ে আমাদের ক্যামেরা ক্লোজ হবে।’ 

পরিচালক জানালেন আজ সকাল থেকে আবার শুটিং শুরু হয়েছে। ১০ তারিখ থেকে শুটিং হচ্ছে, আগামী ১৬ তারিখ শুটিং শেষ করে ঢাকায় ফেরার কথা রয়েছে পুরো ইউনিটের। ছবিতে বাপ্পী ও মাহি ছাড়া আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, আহমেদ শারিফ, শিবা শানু, জারা প্রমুখ। 

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement