Beta

কণা-কিশোরের ‘বরবাদ’

৩০ আগস্ট ২০১৭, ১৫:২৫ | আপডেট: ৩০ আগস্ট ২০১৭, ১৬:২৫

বিনোদন প্রতিবেদক

আসন্ন ঈদ উপলক্ষে দর্শক-শ্রোতাদের বাড়তি আনন্দ দিতেই প্রকাশ করা হচ্ছে নতুন একটি গানের মিউজিক ভিডিও। এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী কণা ও কিশোরের কণ্ঠে গাওয়া গানটির শিরোনাম ‘বরবাদ’, এই গানের ভিডিও তৈরি করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন উঠতি দুই মডেল তন্ময় ও এস কে তিশা। গানটির গীতিকার, সুরকার ও মিউজিক আয়োজনে ছিলেন কিশোর নিজেই।

গানটি প্রসঙ্গে কিশোর বলেন, 'গানটি যখন সুর করি, তখনই মনে হয়েছিল ভালো কিছু হবে। এ ভালো কিছু হবে থেকেই গানটির ভিডিও নির্মাণ। এখন বিশ্বাস হচ্ছে, ভালো কিছুই হয়েছে। গানটি দেখার পর দর্শক-শ্রোতাদের কিছুটা হলেও ঈদের আনন্দের সঙ্গে বাড়তি মাত্রা যোগ করবে।

ম্যাক্স ব্যাগ নিবেদিত 'বরবাদ' গানটি নির্মিত হয়েছে এস এ প্রডাকশনের ব্যানারে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেই ভিডিও প্রকাশ করা হবে। এরই মধ্যে গানটির ট্রেলার প্রকাশ হয়েছে। এতেই বেশ সাড়া পড়েছে দর্শকদের কাছে।

এ ছাড়া সামনে একই প্রডাকশন হাউসের ব্যানারে প্রকাশ করা হবে আরো তিনটি মিউজিক ভিডিও। এগুলো হচ্ছে বেলাল ও ঐশীর তোর ভালোবাসা' কাজী শুভর 'ও সুন্দরী' এবং এফএ প্রিতমের 'জালালী কইতর'।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement