Beta

‘ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না’

১৭ জুলাই ২০১৭, ১৬:৪২

ফিচার ডেস্ক

তারকা দম্পতি আনিকা কবির শখ ও নিলয় আলমগীর অনেক দিন ধরেই একসঙ্গে থাকছেন না। ফেসবুকে আনিকা কবির শখের স্ট্যাটাস ‘সিঙ্গেল’। অন্যদিকে, নিলয় আলমগীরের স্ট্যাটাসেও ‘ম্যারিড’ লেখা নেই।

তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়েছে কি না জানতে চাইলে এনটিভি অনলাইনকে নিলয় আলমগীর বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি কোনো গণমাধ্যমে এ বিষয় নিয়ে কথা বলিনি।’

শখ ও নিলয়ের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক কারো অজানা ছিল না। গত বছরের ৭ জানুয়ারি পারিবারিক আয়োজনে তাঁরা বিয়ে করেন। এরপর একসঙ্গে তাঁরা সংসার শুরু করেন। বিয়ের পর দুজন অনেক নাটকে অভিনয় করেছেন জুটি বেঁধে। সে সময় বিজ্ঞাপনের মডেলও হন তাঁরা।

নাটক ও মডেলিং করার পাশাপাশি নিলয়-শখ একসঙ্গে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সানিয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘অল্প অল্প প্রেমের গল্প’।

চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের মক্কায়  উমরা পালন করেন শখ ও নিলয়। উমরা পালন করার কিছুদিন পর থেকে  দুজন আলাদা বাসায় থাকছেন, এমন গুঞ্জন শোনা যায়। তবে এ বিষয়ে শখ বা নিলয় কেউই গণমাধ্যমের কাছে স্পষ্ট করে কিছু বলেননি।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement