Beta

অমিতাভ বচ্চন ১০২, ঋষি কাপুর ৭৫

১৯ মে ২০১৭, ১৮:৪২ | আপডেট: ১৯ মে ২০১৭, ২২:০০

অনলাইন ডেস্ক

অমিতাভ বচ্চন বাবা আর তাঁর ছেলে ঋষি কাপুর। মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্রে এভাবেই দেখা যাবে বলিউডের এই দুই কিংবদন্তিকে।

উমেষ শুকলা পরিচালিত নতুন এই চলচ্চিত্রের নাম ‘১০২ নট আউট’। প্রায় ২৬ বছর পর এই দুই অভিনেতা আবার একসঙ্গে অভিনয় করছেন।

এর আগে সর্বশেষ ১৯৯১ সালে ‘আজুবা’ চলচ্চিত্রে অমিতাভ-ঋষিকে দেখা গেছে।

‘১০২ নট আউট’ কথাটি শুনলেই প্রথমে যে কেউ ভাবতে পারেন, এটি একটি ক্রিকেট স্কোর। যেখানে ১০২ রান করেও ক্রিকেটার আউট হননি। কিন্তু বিষয়টি তেমন নয়। 

এনডিটিভির খবরে বলা হয়, চলচ্চিত্রটির নাম দেখে কারো কাছে মনে হতে পারে, ১০২ কোনো একটি সংখ্যা। কেউ বলতে পারেন, এটা ক্রিকেট স্কোর অথবা বয়স? কিন্তু না, এই সংখ্যাটি বয়সকে নির্দেশ করছে। ছবিটিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে ১০২ বয়সী বাবা হিসেবে। তাঁর সন্তান ঋষি কাপুরের বয়স ৭৫ বছর। দীর্ঘদিন পর এভাবে অভিনয় করছেন তাঁরা।

এই চলচ্চিত্রে অভিনয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এক টুইটবার্তায় ঋষি কাপুর বলেন, ‘কিংবদন্তি অমিতাভ বচ্চনের সঙ্গে আবার কাজ করাটা বিস্ময়কর। ধন্যবাদ, অমিতজি, ২৬ বছরের বিরতি ছিল তা মনেই হচ্ছে না। আমরা খুব সহজেই মিশে যেতে পেরেছি।’

বর্তমানে ঋষি কাপুরের বয়স ৬৪ বছর। আর অমিতাভ বচ্চন ৭৪ বছর বয়সী। ১৯৭৭ সালে ‘অমর আকবর অ্যান্থনি’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় শুরু করেন তাঁরা।

Advertisement