Beta

এনটিভিতে অপূর্ব-মৌটুসীর ‘শব্দের শরীর’

২১ এপ্রিল ২০১৭, ১৬:০৬

ফিচার ডেস্ক
‘শব্দের শরীর’ নাটকের একটি দৃশ্যে অভিনয়শিল্পী অপূর্ব ও মৌটুসী। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও মৌটুসী বিশ্বাস ভিন্ন রকম একটি গল্পের নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘শব্দের  শরীর’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।

নাটকটি আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে  এনটিভিতে প্রচারিত হবে। নাটকটিতে  অপূর্ব ও মৌটুসী ছাড়া আরো অভিনয় করেছেন সাব্বির আহমেদ, রাহাদ খান, জাবেদুর রহমান, জাফিয়া হক, এস এম কাশেম প্রমুখ।

নাটকে টগর চরিত্রে অপূর্ব ও  চারু  চরিত্রে মৌটুসী অভিনয় করেছেন।

‘শব্দের শরীর’ নাটকের গল্পে দেখা যাবে, টগরের বাবা নিজে একজন লেখক ছিলেন। আর তার ইচ্ছা ছিল ছেলেও নামকরা লেখক হবে। তাই বাবার ইচ্ছা পূরণ করতেই টগর কাগজ-কলম হাতে নেয়। খুব কম সময়ের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে লেখক টগরের নাম। যদিও পরে জানা যায়, লেখাগুলো তার নিজের নয়, তার স্ত্রী চারুর। মূলত চারুই খুব ভালো লিখত। ভালোবাসার জালে ফেলে টগর তাকে বিয়ে করে। চারু লেখাগুলো পত্রিকায় পাঠাতে বললে চারুর নামের জায়গায় নিজের নাম বসিয়ে তা পাঠাত। অল্পদিনে খ্যাতি আসে টগরের। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

Advertisement
0.96462607383728