Beta

ছবির পোস্টারে স্বীকৃতির দাবি

২০ এপ্রিল ২০১৭, ১৯:০০ | আপডেট: ২১ এপ্রিল ২০১৭, ১২:০৬

‘ইদানীং আমাদের কলকাতা প্রীতি বেড়ে গেছে। নিজের দেশের কোনো টেকনিশিয়ানকে মূল্য দিতে চাই না। আমরা চলচ্চিত্রে নিয়মিত কাজ করলেও আমাদের নাম প্রকাশিত হয় না। আমরা অবহেলিত থাকি।’ এভাবেই অভিযোগের সুরে কথা বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত আলোকচিত্রী রফিকুল ইসলাম রনি।

গতকাল বুধবার প্রকাশ পায় ‘রংবাজ’ ছবির একটি ফার্স্ট লুক পোস্টার। সেখানে ভিন্ন রূপে দেখা যায় নায়ক শাকিব খানকে। কিন্তু কয়েকদিন আগে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবির পোস্টার দেখে নিজের আক্ষেপ তুলে ধরেন তিনি এনটিভি অনলাইনের কাছে। কারণ ছবিটি রনির তোলা হলেও কোথাও নেই তাঁর নাম।

রনি বলেন, ‘আমরা কাজ করছি, কিন্তু সেটার মূল্যায়ন হচ্ছে না। আমাদের কাজ ব্যবহার হচ্ছে, কিন্তু নামটা দেওয়া হচ্ছে না। ছবিতে অনেক সময় দেখা যায় বাংলাদেশের একজন কোরিওগ্রাফার কাজ করেছেন তিনটি গানে, আর কলকাতার কোরিওগ্রাফার কাজ করেছেন একটি গানে। পোস্টার বা টাইটেলে দেখা যায় কলকাতার কোরিওগ্রাফারের নাম বড় করে রয়েছে। অন্যদিকে দেশের যে কোরিওগ্রাফার তার নামই নেই, বা থাকলেও অনেক ছোট করে রাখা হচ্ছে।’

‘একটি কাজ মানসম্পন্ন হওয়ার জন্য একজন বিদেশি কারিগরকে যে সময় দেওয়া হয়, সেই সময়টা কিন্তু দেশের কারিগরদের দেওয়া হয় না। এতে আমাদের কাজের মান নষ্ট হচ্ছে।’ বলছিলেন রনি।

রনি আরো বলেন, ‘কয়েকদিন আগে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবির পোস্টার দেখে সবাই প্রশংসা করেছেন। কিন্তু আমি পোস্টার দেখে মন খারাপ করেছি। কারণ সেখানে স্থিরচিত্রে কারো নাম নেই। ইদানীং ছবির শুটিং শেষ করে আবার পোস্টারের জন্য আলাদা ফটোশুট করা হয়। কিন্তু আমরা কয়েকজন ফটোগ্রাফার আছি, যাঁরা ছবিতে কাজ করলে আলাদা ফটোশুট করতে হয় না। সেটেই আমরা ছবি তুলি। এমন অবস্থায় আমরা আশা করতেই পারি যে পোসটারে আমার নাম যাবে। আমি বলতে চাই, বাংলাদেশের টেকনিশিয়ানরা কাজ করতে জানে, আমরা শুধু স্বীকৃতি চাই।’

সিনেমায় ক্যামেরার সামনে যাঁরা কাজ করেন তাঁদের সবাই চেনেন, কিন্তু ক্যামেরার পেছনের মানুষদের মানুষ চেনে না। তাই স্বীকৃতিটুকুই সম্বল বলে মন্তব্য করেন রনি। তিনি বলেন, ‘পোস্টারের ছবি দেখেই কিন্তু মানুষ প্রথমে ধারণা পায় ছবিটি কেমন হবে। অথচ সেই ছবি যাঁরা তোলেন তাঁদের নামই থাকে অবহেলিত। এটা পরিবর্তন হওয়া দরকার।’ 

রফিকুল ইসলাম রনি বর্তমানে পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিংয়ের সেটে আছেন।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement