Beta

বান্দরবানে ২৪ ইউপি চেয়ারম্যানের শপথ

০৭ জুন ২০১৬, ১৯:২৩

বান্দরবানের ছয় উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা শপথ নেন। ছবি : এনটিভি

বান্দরবানের ছয় উপজেলার ২৪ চেয়ারম্যান শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। 

শপথ নিয়েছেন যাঁরা তাঁরা হলেন লামা উপজেলার আজিজ নগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াই চিং মারমা, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মারমা, সরই ইউপি চেয়ারম্যান ফরিদউল আলম। রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান ছহ্লামং মারমা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াই চিং মারমা।

থানছি উপজেলার রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা, তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রুঅং মারমা, থানচি সদর ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়া অং মারমা। রুমা উপজেলার গ্যলেংগা ইউপি চেয়ারম্যান মেননিয়াম ম্রো, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম। বান্দরবান সদর ইউপি চেয়ারম্যান সাচপ্রু সাবুখয় মারমা, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, টংকাবতি ইউপি চেয়ারম্যান প্লুকান ম্রো, রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅং প্রু মারমা। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম। 

এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান অতিরিক্তি জেলা প্রশাসক (সাবিক). আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুনুর রশিদ, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

Advertisement