Beta

কুবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

০৬ ডিসেম্বর ২০১৭, ২২:৩৬

কুবি সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার শোভাযাত্রা বের করা হয়। ছবি : এনটিভি

‘সত্য ও ন্যায়ের পথে অবিচল’ স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। আজ বুধবার সকালে আনন্দ শোভাযাত্রা, দুপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয় এসব কর্মসূচি।

সকালে ব্যান্ড বাজিয়ে উৎসবমুখর পরিবেশে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করে সাংবাদিক সমিতি। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এরপর দুপুরে প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মুহম্মদ আহসান উল্যাহ, প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

এ ছাড়া বক্তব্য দেন আইন বিভাগের সভাপতি রোকসানা আক্তার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক বেলাল হোসাইন ও সভাপতি মাহবুবুল হক ভূঁইয়া, প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি সাদেকুজ্জামান, শিক্ষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি এন এম রবিউল আউয়াল চৌধুরী, ড. জি এম মনিরুজ্জামান, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংবাদিক সমিতির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

সাংবাদিক সমিতির এ কর্মসূচিতে অংশগ্রহণ করে শাখা ছাত্রলীগ, কুমিল্লা ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি, বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রক্তদাতা সংগঠন বন্ধু, সায়েন্স ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

গত ২০১৩ সালের ৬ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement