Beta

‘বাংলাদেশের পতাকা আমি নিজেই পরেছি’

০৪ মার্চ ২০১৬, ২০:৩৪ | আপডেট: ০৫ মার্চ ২০১৬, ১৩:১১

ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের ‘আইকন’ সাপোর্টার বশির আহমেদের গায়ে বাংলাদেশের পতাকা জড়ানো ছবি নিয়ে চলছে ঘোর বিতর্ক। জোর করে না, নিজের ইচ্ছাতেই বাংলাদেশের পতাকা পরেছেন বলে দাবি বশিরের। তবে বেশ কয়েকটি ছবিতে তাঁকে কাঁদো কাঁদো ভঙ্গিতে বা হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে দেখা গেছে কেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন। ছবি : ফেসবুক

ঢাকায় একজন পাকিস্তানি সমর্থককে জোর করে বাংলাদেশের পতাকা পরানোর অভিযোগ উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে কেউ কেউ এমনটা দাবি করেন। বশির আহমেদ নামের সেই সমর্থক অবশ্য এই দাবি নাকচ করে দিয়েছেন। তিনি নিজের ইচ্ছেতেই বাংলাদেশের পতাকা পরেছেন বলে জানিয়েছেন।

আজ শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবার এসেছেন সেই পাকিস্তানি সমর্থক। বরাবরের মতো এদিনও তাঁকে বেশ আনন্দ-উল্লাস করতে দেখা যায়।

গত বুধবারের বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের ঘটনা জানতে চাইলে একরকম আশ্চর্য হয়ে যান বশির আহমেদ। এনটিভি অনলাইনের সঙ্গে আলাপকলে তিনি বলেন, ‘এটা কেমন কথা?  আমাকে তো কেউ বাংলাদেশের পতাকা পরতে বলেনি। আর জোর করার তো প্রশ্নেই আসে না। আমি নিজে থেকেই বাংলাদেশের পতাকা পরেছি। বাংলাদেশকে আমি ভালোবাসি, তাই তাদের জয়ে খুশি হয়ে পতাকাটা পরেছিলাম।'

জোর করে এই পতাকা পরানোর সময় একজন সাংসদ নাকি সেখানে উপস্থিত ছিলেন। এই সম্পর্কে তিনি বলেন, 'আমি নিজে থেকেই তাঁর সঙ্গে কথা বলতে গেছি। আসলে গ্যালারিতে মজা করা আমার একটা স্বভাব। তাই তাদের পতাকাটা একটু পরেছিলাম।'

ঘটনার সময় উপস্থিত ছিলেন টাইগার শোয়াইব নামের বাংলাদেশের এক সমর্থক। এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন,  'এই এশিয়া কাপে বশির চাচার সঙ্গে আমি বেশ কিছু ম্যাচ দেখেছি। তিনি বেশ মজা করেন গ্যালারিতে, সেদিনও মজা করেই বাংলাদেশের পতাকা পরেছেন। কিন্তু আমরা ফেসবুকে ভাইরালে দেখলাম তাঁর উল্টো খবর।'     

বশির আহমেদ পাকিস্তান ক্রিকেট দলের আইকন সাপোর্টার হিসেবে ক্রীড়াঙ্গনে পরিচিত। পাকিস্তান ক্রিকেট দল যেখানেই যায়, তিনিও সেখানেই যান খেলা দেখতে। সবার কাছে তিনি বশির চাচা হিসেবেই পরিচিত।

Advertisement