Beta

চট্টগ্রামে চলচ্চিত্র উৎসব শুরু

১১ জানুয়ারি ২০১৬, ০৪:৩৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৬, ১০:২৭

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী ও বৈশ্বিক ধারার ১৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এ উৎসব শুরু হয়।

দৈনিক আজাদী, বিজ্ঞাপনী সংস্থা নকশা ও চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন চিটাগং শর্ট এ উৎসবের আয়োজন করেছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক ওয়াহেদ মালেক, চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমান ও ইসমাইল চৌধুরী বক্তব্য রাখেন।

এ চলচ্চিত্র উৎসবে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের তৈরি ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া ১২ জানুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণবিষয়ক একটি নিবিড় কর্মশালা অনুষ্ঠিত হবে। সম্ভাবনাময় তরুণ নির্মাতাদের রচনা, পরিচালনা, সম্পাদনা, অভিনয় ও প্রযোজনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এ কর্মশালায়।

Advertisement