Beta

ইহুদিদের মোবাইলে সমাজে অস্থিরতা বেড়েছে : আল্লামা শফী

২৫ নভেম্বর ২০১৭, ২৩:১৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৭, ০১:২০

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। ছবি : এনটিভি

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, বর্তমানে ইহুদিদের উৎপাদিত মুসলিম ধ্বংসকারী মোবাইলের কারণে সমাজে অস্থিরতা ব্যাপক হারে বেড়ে গেছে। মোবাইল ফোনের কারণে মানসিক অস্থিরতা, অশান্তি ও সন্তান ও স্বামীকে হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়ে যাচ্ছে বলে জানান তিনি।

আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দুদিনব্যাপী শানে রেসালাত সম্মেলনের শেষ দিনে সভাপতির বক্তব্যে একথা বলেন আহমদ শফী। হেফজতে ইসলাম বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।

আহমদ শফী বলেন, ‘এই ইয়াহুদ (ইহুদি) আমাদেরকে ধ্বংস করার জন্য চাইতেছে মোবাইলিজম সৃষ্টি কইরা। আপনারা আমার মতে একমত নি?’

হেফাজত আমির আরো বলেছেন, ছেলেমেয়েরা মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে মানসিক অস্থিরতা থেকে সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে।

সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আজিজুল হক আল মাদানী বক্তব্য দেন।

আল্লামা শাহ আহমদ শফী বলেন, পবিত্র কোরান ও রাসুল (সা.)-এর সুন্নাহর অনুসরণ ছাড়া মানবতার কোনো কল্যাণ হবে না।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement