Beta

সিরাজগঞ্জের এনায়েতপুরের বেইলি ব্রিজ মেরামত শেষে উন্মুক্ত

২৯ সেপ্টেম্বর ২০১৭, ০০:২৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৮:১৪

প্রায় ৩৫ বছর আগের সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রুপনাই বেইলি ব্রিজটিতে মরিচা ধরে পাটাতন খুলে গিয়ে চলাচলের অনুপযোগী ছিল।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) হাসিবুর রহমান স্বপন ও ৬ আসনের এমপি আবদুল মজিদ মণ্ডল।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মণ্ডল, জেলা পরিষদ সদস্য গাজী শাহজাহান আলী, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আজগর আলী বিএসসি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ প্রমুখ।

এনায়েতপুর-শাহজাদপুর সড়কের রুপনাই বেইলি সেতুটি দীর্ঘদিন হলো মরিচা ধরে পাটাতন খুলে চলাচলের অবস্থায় ছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে আসে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে এক সপ্তাহ মেরামত শেষে জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় স্টিলের এ সেতুটি। এ কারণে ওই এলাকার হাজার হাজার মানুষের নিত্যদিনের দুর্ভোগের সমাপ্তি হলো।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement