Beta

‘শেখ হাসিনা হত্যার ষড়যন্ত্রের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন’

২৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৯

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনিসুল হক আরো বলেন, বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমে যে খবর এসেছে এর কোনো সত্যতা নেই। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে। আল্লাহ বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার জন্য তাকে দীর্ঘায়ু করবেন। আমার মনে হয় তার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষের যে দোয়া আছে সেই কারণে শেখ হাসিনার কেউ অনিষ্ট করতে পারবে না।

এর আগে মন্ত্রী আনিসুল হক দলীয় সদস্যপদ নবায়ন করেন। এ সময় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement
1.4940969944