Beta

দেশের নদ-নদীগুলোর পানি কমছে

১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৯

অনলাইন ডেস্ক
কমছে নদ-নদীর পানি। ফাইল ছবি

দেশের নদ-নদীগুলোর পানি কমছে। সমতল পানি স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী বাসস জানায়, দেশের বিভিন্ন নদ-নদীর ২১টি পয়েন্টে পানি বেড়েছে আর ৬৬টি পয়েন্টে পানি কমেছে।

আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ৩টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

বাসসের খবরে আরো জানানো হয়, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা এবং সুরমা- কুশিয়ারা নদীর পানি কমেছে। এ ছাড়া ব্রহ্মপুত্র- যমুনা, গঙ্গা ও পদ্মার পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে বলে পর্যবেক্ষণে জানানো হয়েছে।

অপরদিকে, সুরমা নদীর পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে, যা পরবর্তি সময়ে স্থিতিশীল হয়ে যেতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ।টায় রামগড়ে ৫৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও সমতল পানি স্টেশনের পর্যবেক্ষণে জানানো হয়।

Advertisement
1.4268410205841