Beta

চট্টগ্রাম সিটির সড়ক মেরামতে রুল

২৩ আগস্ট ২০১৭, ২১:০৭

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভাঙ্গা সড়ক ও ফুটপাত মেরামতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ  বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে রিট আবেদনকারী আইনজীবী মো. এমদাদুল হক নিজেই শুনানি করেন।

পরে এমদাদুল হক বলেন, অতি বৃষ্টির পর চট্টগ্রাম সিটির সব সড়কে খানাখন্দে ভরে গেছে, ভেঙ্গে গেছে। ফুটপাতেরও একই অবস্থা। সম্প্রতি সড়কের খাদে পড়ে একটি লরি সিএনজির ওপর পড়ে তিনজন মারা যায়। এরপরও সড়ক ঠিক করা হচ্ছে না। এ জন্য হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত দুই সপ্তাহের রুল জারি করেছেন।

রিটে বিবাদীরা হচ্ছেন স্থানীয় সরকার সচিব, যোগাযোগ সচিব, গণপূর্ত সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসক, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement