Beta

চুয়াডাঙ্গায় ভটভটির চাপায় শিশু নিহত

১২ আগস্ট ২০১৭, ১৮:৪৫

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভটভটির চাপায় নিলা খাতুন নামে এক শিশু স্কুলছাত্রী নিহত হয়েছে। শিশুটির বয়স ছিল সাত বছর।

আজ শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার গোভী দুর্লভপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিলা খাতুন ওই গ্রামের মাসুদ হোসেনের মেয়ে। শিশুটি স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

আলমডাঙ্গার দুর্লভপুর পুলিশ ফাঁড়ির (উপপরিদর্শক) এসআই শাহীন দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার বিষয়টি জানান। তিনি বলেন, শিশুটি তার বাড়ির পাশে রাস্তা পার হতে গেলে আলমডাঙ্গা থেকে শ্যামপুরগামী সারবোঝাই একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

Advertisement
0.81482696533203