Beta

ফরিদপুরে হোটেল থেকে ১০ নারী-পুরুষ আটক

১৭ জুলাই ২০১৭, ১৭:১৭

ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত হোটেল আল বেগ থেকে আটক হোটেলের ম্যানেজার (বাঁয়ে) ও দুই খদ্দের। ছবি : এনটিভি

ফরিদপুর শহরের গোয়ালচামটে অবস্থিত হোটেল আল বেগে (আবাসিক) অভিযান চালিয়ে সাত নারীসহ ১০ জনকে আটক করেছে র‍্যাব। অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে পরে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর র‌্যাব ৮-এর অধিনায়ক মো রউছউদ্দিন জানান, আজ দুপুর ২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে শহরের গোয়ালচামটে অবস্থিত আল বেগ হোটেলে অভিযান চালান র‌্যাব ৮-এর সদস্যরা। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুজন খদ্দের ও সাতজন নারী এবং হোটেলের ব্যবস্থাপক অধীর দেবনাথকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. পারভেজ মল্লিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই খদ্দের ও সাত যৌনকর্মীকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। এসব কাজে সহযোগিতা করার দায়ে আল বেগ হোটেলের ব্যবস্থাপক অধীর দেবনাথকে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। 

এদিকে র‍্যাবের অভিযান চালানোর সময় দেখা যায়, হোটেলে অবস্থানরত কয়েকজন নারী মুখ লুকিয়ে কাঁদছেন। এক নারীর কোলে ছিল প্রায় তিন বছর বয়সী এক ছেলেশিশু।

শিশুর গায়ে জামা ছিল না। হোটেলের চারপাশে ছিল উৎসুক লোকজনের ভিড়।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement