Beta

‘বন্যায় ভেসে গেলেন ৭০ বছরের বৃদ্ধা’

১৭ জুলাই ২০১৭, ১২:৫৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি নদী থেকে অবিরন নেছা (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রাথমিকভাবে ধারণাকরেছে, তিনি বন্যার পানির প্রবল স্রোতে ভেসে গিয়েছিলেন। 

আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার বড়হর ইউনিয়নের ডেফলবাড়ী ফুলজোড় নদীর শাখা থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়। 

অবিরন নেছা ডেফলবাড়ী গ্রামের মৃত আখের আলীর স্ত্রী। 

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের পরিদর্শক দিয়ানাতুল দিনার জানান, গতকাল রোববার বিকেলে অবিরন নেছা বাড়ির পাশে ডেফলবাড়ীর ফুলজোড় নদীতে পাট ধোয়ার কাজ করতে যান। সন্ধ্যা হলেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এক ঘণ্টার চেষ্টায়ও তাঁকে উদ্ধার করা যায়নি। 

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার বড়হর ইউনিয়নের ফুলজোড় নদীতে একটি লাশ দেখে লোকজন আবিরন নেছার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করে। 

পরিদর্শক দিয়ানাতুল দিনার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা সাঁতার জানতেন না। বন্যার পানির স্রোতের টানে পা পিছলে নদীতে ভেসে যান। 

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, আবিরনের লাশ পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছে। 

Advertisement