Beta

ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নারী আটক

১৯ মে ২০১৭, ২৩:৫২ | আপডেট: ১৯ মে ২০১৭, ২৩:৫৫

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক স্কুলছাত্রীকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম জানাতে পারেনি পুলিশ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুবুল আলম ধর্ষণের বিষয়টি জানিয়ে বলেন, উপজেলার একটি গ্রামে এক স্কুলছাত্র প্রতিবেশী এক স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মঙ্গলবার দিবাগত রাতে ছেলেটি বিয়ের কথা বলে মুঠোফোনে মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে রাতভর ধর্ষণ করে পালিয়ে যায় ওই স্কুলছাত্র। 

ওসি আরো জানান, সব জানার পর গতকাল বৃহস্পতিবার মেয়ের বাবা বাদী হয়ে ওই স্কুলছাত্র ও তার মাকে আসামি করে থানায় একটি মামলা করেন। আজ দুপুরে ছেলের মাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement