Beta

বাস-অটোরিকশার সংঘর্ষে দুই যুবক নিহত

২১ এপ্রিল ২০১৭, ০৮:৩৭ | আপডেট: ২১ এপ্রিল ২০১৭, ০৮:৪৫

ময়মনসিংহের নান্দাইলে আজ সকালে বাসের সঙ্গে সংঘর্ষে একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। ছবি : এনটিভি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার গালাহার কানারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন সাকিব (১৮) ও শাকিল (২২)। তাঁদের বাড়ি উপজেলার রাজগাতী গ্রামে। তাঁরা হাঁসের বাচ্চার ব্যবসা করতেন বলে জানা গেছে।

নান্দাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান জানান, সকালে দুই যুবক সিএনজিচালিত অটোরিকশায় করে হাঁসের বাচ্চা নিয়ে বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে গালাহার কানারামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ওই দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। এ ঘটনার পর বাসচালক পালিয়েছে।

Advertisement
2.062007188797