Beta

রোহিঙ্গাদের ফিরিয়ে নিন, সু চির দূতকে বাংলাদেশ

১১ জানুয়ারি ২০১৭, ২২:১২ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৭, ২২:২২

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী (বাঁয়ে) ও মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিশেষ দূত কিউ তিন।

অনুপ্রবেশকারী রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

আজ বুধবার মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিউ তিন-এর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানানো হয়।

আজ দুপুরে ও বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে পৃথক বৈঠক করেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিশেষ দূত কিউ তিন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুসহ দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলেননি। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনদিনের সফরে ঢাকা এসেছেন কিউ তিন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ, রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ারমারের কাছে নিজেদের অবস্থানের কথা জানাবে বাংলাদেশ।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর নয় সদস্য নিহত হয়। এরপর সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে অভিযান শুরু করে। রাখাইনদের ধর্ষণ, নির্যাতন, হত্যার অভিযোগ ওঠে সেনাসদস্যদের বিরুদ্ধে।

সর্বশেষ গতকাল জাতিসংঘ জানিয়েছে, ৬৫ হাজার রোহিঙ্গা অত্যাচারের মুখে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা কক্সবাজারের নিবন্ধিত আশ্রয়শিবিরে অবস্থান করছে।

তবে দুই হাজার ৪১৫ জন রোহিঙ্গা ফেরত নেওয়া হবে বলে জানায় মিয়ানমার কর্তৃপক্ষ।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement